Saturday, October 17, 2015

Kobita Bug Bites (Oh Crap)

Not again. I blame a certain (former) Bangla poet who showed me his poems.

================================
ছন্দ ব্যতিরেকে

যতদূর জানি, আমি
এই পুরানো হৃৎস্পন্দ​ন
বারবার শুনতে চাই।

তবে
কেটে যায় এত কথা
যে ভুলে যায় তারাই
যারা বলেছিল;
নেমে আসে চোখের পাতায় ঘুম,
যেমন একদিন নেমেছিল
তোমার কোলে শুয়ে। তাও যেন

কেন মনে হয় -- আমি
এই সময়ের গানটাই
বারেক গাইতে চাই। 

জানি,
অল্পদিন পরেই আবার
পাল্টাবে হৃদয়ের ছন্দ:
যেমন পাল্টেছিল
পরিচয়ের প্রথমে। তখন, 
কোল হবে অস্পর্শ; গাইব 
অন্যদিনের গান। তবু দেখো,

যতদিন বাজবে সেই
পুরানো হৃৎস্পন্দ​ন
ততদিন যেন শুনতে পাই।।
================================

Having an aantel brother has its disadvantages. Arrgh.

Btw, bonus points for putting funda on dedication/inspiration of above poem.

0 comments:

Post a Comment

Speak and you will be heard.

Related Posts Plugin for WordPress, Blogger...